Spread the love

আমার বৌদি
কলমে:- পাগল

বজ্রপাতের, আওয়াজ শুনেছ
পেয়েছ,মর্ম ব্যাথা।
মেঘের আড়ালে,অশ্রুপাতের
খুজেছ কি, জল রেখা।

তোমার কর্ম, তোমার ধর্ম
প্রাণপাত দিবারাতে।
তবু উকি মারে,হাজার ও প্রশ্ন
মনের – কুটির,দ্বারে।

আজ যাহা ভুল,কাল তাহা ঠিক
এই ত বিচার ধারা ।
বিচার করার, তিনি ত আছেন
তুমি কেন,দিশাহারা।

সংসার আজ,ভরে আছে বিষে
সংসার মন্থনে।
বিষপান করে,ছটফট করে
আত্বিয় পরিজনে।

কেমনে মেলাব, মানুষের সাথে
মানুষের, মহামিলন।
কেমনে লিখিব, মানুষই পারে
সুসম্পর্কের সমীকরণ।

বৌদি
কলমে:- পাগল (ছদ্মনাম)

বজ্রপাতের, আওয়াজ শুনেছ
পেয়েছ,মর্ম ব্যাথা।
মেঘের আড়ালে, অশ্রুপাতের
খুজেছ কি,জল রেখা।

তোমার কর্ম, তোমার ধর্ম
প্রাণপাত,দিবারাতে।
তবু উঁকি মারে,হাজার ও প্রশ্ন
মনের কুটির দ্বারে।

আজ যাহা ভুল,কাল তাহা ঠিক
এই কি,বিচার ধারা।
বিচার করার, তিনি ত আছেন
তুমি কেন,দিশাহারা।

সংসার আজ ,ভরে আছে বিষে
সংসার মন্থণে।
বিষপাণ করে,ছটফট করে
আত্মীয় পরিজনে।

কেমনে মেলাব, মানুষের সাথে
মানুষের মহামিলন।
কেমনে লিখিব, মানুষই পারে
সুসম্পর্কের সমীকরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *