Spread the love

শিরোনাম–আমাদের প্রিয় মহানায়ক (উত্তমকুমার–শুভ জন্মদিন)
কলমে–নীতা কবি মুখার্জী
***********************

উত্তম পুরুষ, উত্তম আত্মা, উত্তমকুমার তুমি
আমরা বাঙালি গর্ব করি, আমাদের প্রাণপ্রিয় তুমি।

আজকের দিনে এসেছিলে তুমি বাংলা মায়ের কোলে
নক্ষত্র-রাজ্যের রাজা ছিলে তুমি, কখনো যাবো না ভুলে।

হে মহানায়ক! বাঙালির তুমি অন্তরতম ধন
অন্তরে আমরা রেখেছি তোমায়, সঁপেছি যে প্রাণমন।

তোমার গরবে গরবী আমরা, নায়কের মহানায়ক
যুগে যুগে তোমার জয়ধ্বনি দিই, যুগান্তকারীর জয় হোক।

সম্ভ্রান্ত এক বাঙালি বলতে তোমাকেই মনে পড়ে
ভুবনমোহিনী হাসি দিয়ে তুমি রাজা হলে চলচ্চিত্র-গড়ে।

চলচ্চিত্র-শিল্পকলা ভুলবে না কখনো তোমায়
তোমার আসন শিরোপরে আজ, তোমায় প্রণতি জানাই।

নিরহঙ্কারী, সদা হাস্যময়, দুখীর দরদী তুমি
নিজ অধ্যাবসায়ে জয় করলে, বাংলার পুণ্যভূমি।

আজকে তোমায় স্মরণ করি, প্রণমি চরণতলে
শ্রদ্ধা এবং বিজয়ীর মালা পরাই তোমার গলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *