আমাদের পতাকা
✍️বিমান দাস✍️
ভারত মোদের স্বাধীন দেশ
স্বাধীন মোদের পতাকা
এই পতাকা দিয়েছে মোদের
মুক্ত স্বাধীনতা
লাখো শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি
স্বাধীন পতাকা।
ভারত মোদের স্বাধীন দেশ
স্বাধীন পতাকা।
আমাদের পতাকা বিজয় নিশানা
মুক্ত করেছে দেশের প্রান
মুক্ত হয়েছে আকাশ বাতাস
মুক্ত হয়েছে প্রাণ।
আমরা হয়েছি বাঁধন হারা
মুক্ত হয়েছে আমাদের চিন্তা ধারা
ভারত মোদের স্বাধীন দেশ
স্বাধীন মোদের পতাকা।
উর্ধ্বে রবে মোদের ভারত মায়ের তিরঙ্গা
বিজয় গৌরব রবে গাঁথা
রাখব আমরা স্বাধীন দেশ
রাখব দেশের অখণ্ডতা
ভারত মোদের স্বাধীন দেশ
স্বাধীন মোদের পতাকা।
শত্রু যতই আসুক না
ভয় করি না তাতে
রক্ষা করতে তিরঙ্গা
অস্ত্র নেব হাতে
জীবন যদি যায় চলে যাক
ভয় করি না তাতে
রাখব মোরা স্বাধিন দেশ
স্বাধীন মোদের পতাকা
সবাই মিলে রাখব আমরা
সংহতি আর অখণ্ডতা
ভারত মোদের স্বাধীন দেশ
স্বাধীন মোদের পতাকা।