আমরা মানুষ
শ্যামল মণ্ডল
আমরা মানুষ জ্ঞানী গুণী নিজের ধর্ম নিজে মানি,
সত্য মিথ্যা যাচাই করার পদ্ধতিটাও আমরা জানি।
ধর্ম শেখায় ন্যায়ের পথে হিংসা-দ্বেষ হীন গড়তে সমাজ,
মন্দিরে হয় ঠাকুর পুজো মসজিদে কেউ পড়ে নমাজ।
খাদ্য বস্ত্র বাসস্থানের পার্থক্য হয় কর্মফলে,
যেমন কর্ম তেমন ফল এই নিয়মে জগৎ চলে।
হিতাহিতের মূল্য জেনে ধর্মকে তাই আঁকড়ে ধরো,
মান হুশ নিয়ে মানুষ হতে হৃদয়ে’তে শিক্ষা ভরো।
ভারতবর্ষ এমন এক দেশ নানা ধর্ম নানা ভাষা,
সর্বধর্ম সমন্বয়ে পূরণ করে সবার আশা।
শান্তি