আবেগ।
বাবুর আলী
মিনাখা 24 পরগনা।
+++++++++++++++++++
আবেগের ঢেউ পায় কবিতার রূপ
দলিত হৃদয় থেকে নির্যাস স্বরূপ।
আনন্দের প্রকাশে মনে আসে ছন্দ
কবিতায় ধরা দেয় জীবনানন্দ।
শোক থেকে বুক জুড়ে শ্লোকের উদয়,
ব্যথা ছাড়া জীবন অপূর্ণ রয়
পরাজয়ের হতাশায় রণভঙ্গ নয়
নব উদ্যমের ভাষা আসুক কবিতায়।
অন্ধ কবি হোমার ইলিয়াড মহাকাব্য
কল্পনায় এঁকেছেন সুগাথা পূর্বাব্দে।
হেলেনের রুপাবেগে ট্রয় হলো ক্ষয়
কাব্য রুপে আকা পট বিশ্বের বিস্ময়।
দেশ বিজয়ী চন্ডাশোক হলেন মর্মাহত,
অনুতপ্ত সম্রাট স্মরিলেন তথাগত।
মন স্বর্গ, মন নরক, হৃদয় উর্বর ভূমি
লোভ লালসা মনের কুয়াশা, ত্যাগী সত্য কামি।