ষোল আনা
অশোক কুমার আচার্য্য
ঘুমের দেশে স্বপ্ন দেখা
স্বপ্ন নিয়ে বাড়ি ফেরা
মহারাষ্ট্রের জালনা থেকে
মধ্যপ্রদেশের গাঁয়ে ফেরার
স্বপ্নফেরি করতে করতে
পরিযায়ী শ্রমিকের দল
পাড়ি দিল স্বপ্নের দেশে।
ইস্পাতের কারখানা আর
মাথার উপর রবির কিরণ,
মানুষের রক্ত মাংস নিংড়ে
ছিবড়ে করে ছেড়ে দিয়েছে।
পরিশ্রান্ত শ্রমিক ক্লান্ত হয়ে
প্রকৃতির মুক্ত আকাশের নীচে
রেললাইনে মাথা রেখে শুয়ে।
তোমরা পরিযায়ী শ্রমিক
তোমাদের জীবনের মূল্য
কেনাবেচা হয় ওজন দরে
ওপারে যেতে হলে লাগে
দশ আনা আর ষোল আনা
তোমরা মূল্য একই দিলে
বারো আর চারে ষোল করে।
ট্রেনের শব্দ ডাকা ডাকি
কোনো কিছুই পারল না
মৃত্যুমিছিল থেকে বাঁচাতে
চারিদিকে ছড়িয়ে পড়ল
গরিবের লোটাকম্বলের চিহ্ন
রক্ত মাখা ভাত আর রুটি
মুছে দিল পরিযায়ী তকমা।
—————————————————————————–Ph no