Spread the love
🙏মহামারি🙏
✍️অলকেশ মাইতি✍️
মহামারি কী আমি দেখিনি 
কখনো বুঝতেও শিখিনি ,
তালপাতার বাঁশি
কাগজের নৌকা
রূপকথার রাজকাহিনীর মতো
মনে করতাম – – – – –
কেবলই গল্প , শিশু ভুলানোর !
বোধ অবোধের গণ্ডি পেরিয়ে
জীবনপথ চলতে চলতে 
যখনই কোনো মৃত্যু দেখেছি ,
আপন মনে ভেবেছি কতবার- – – 
মৃত্যু কী জীবনের চেয়ে সহজ !
মহামারি কাকে বলে—–
ছেলেবেলায় কত প্রশ্ন করেছি স্যারকে,
স্যার বলতেন——
“মহামারির পরেই আসে দুর্ভিক্ষ,
ভয়ানক মন্বন্তর, লক্ষ লক্ষ মানুষ 
না খেতে পেয়ে মারা যায়।”
ইতিহাসের পাতায়ও পড়েছি সে কথা
ভেবেছিলাম — গল্পকথা ,
এক ফোঁটা দুধের সাথে দশ ফোঁটা জল!
আজ আর কল্পনা করতে হয় না—— ,
পৃথিবী জুড়ে
হাজার হাজার মানুষের নিরুপায় মৃত্যু,
প্রিয়জন হারানোর বেদনায় 
পাতাঝরার শুকনো সময় যাপনে
অবিরাম অশ্রু ফেলার
মানুষ না থাকার নাম মহামারি!
আজ আর ইতিহাস ঘাঁটতে হলো না
প্রতি পদে ইতিহাস লিখছি আমরা
ইতিহাস এখন হাতের তালুতে
ইতিহাস তৈরি হচ্ছে প্রতিদিন,
নিত্য বদলে যাচ্ছে অক্ষর ,
আকাশে আর্তনাদ
বাতাসে হাহাকার
বেঁচে থাকার অদম্য লড়াই,
ঘরবন্দি হয়ে 
জীবনকে আগলে রাখার চেষ্টা ,
দেশে দেশে শুধুই অসহায়তা——
তারই মাঝে জীবনকে মৃত্যুর 
অবিরাম নির্মম কামড়ের নাম মহামারি!
নিজের হাতের প্রতি 
বিশ্বাস হারানো
নিজের প্রিয়জনকে ভালোবেসে
দূরে ঠেলে রাখা,
আর প্রতি মুহূর্তে 
বাঁচার কথা ভাবতে ভাবতে
ঘুমের মধ্যে ঢলে পড়া- – – – –
কখনো কী ভেবে দেখেছেন 
আপনার শেষ শয্যায়
কোনো স্বজন পাশে নেই,
আপনার মৃত্যু হয়েছে জেনেও
ছেলে মেয়ে স্বামী স্ত্রী নাতি নাতনি
কেউ-ই শেষ দেখার সাহস করেনি,
মুখাগ্নি করার জন্যও কেউ নেই কাছে
কোনো রকম দাহ সারছে প্রশাসন,
না, আপনি আতঙ্কবাদী নন
সন্ত্রাসও করেননি দেশে
খুন রাহাজানি — আপনার কাজ ছিল না,
হয়তো আপনি ছিলেন 
শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার দিনমজুর ।
হয়তো বা আপনার কবিতা পড়ে
খুশি হ’তেন আবাল বৃদ্ধ,
কিংবা আপনার লেখা উপন্যাস
জাতীয় পুরষ্কার পেয়েছে এককালে,
হয়তো আপনার অভিনয় দেখার জন্য
সিনেমা হলে লাইন পড়তো খুব,
আপনি ছিলেন বিরোধী 
কিংবা শাসক দলের নেতা মন্ত্রী- – – – 
আপনার প্রতি কখনো শ্রদ্ধায় 
কখনো ভয় ভক্তিতে 
সাধারণের মাথা
নত হয়ে যেতো হয়তো ,
আজ আপনার মৃত্যুর পরও
কেউ আসবে না কাছে,
শেষ বিদায় জানাতে 
সমবেত হবে না মানুষ ,
সব রঙ ফিকে হয়ে 
যন্ত্রণার পাহাড় আঁকড়ে
মৃত্যু ভয়ে দুরু দুরু বুকে
বেঁচে থাকার অবিরাম চেষ্টা – – – –
এরই নাম বুঝি মহামারি !
খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে
পৃথিবীর পাড়ায় পাড়ায় দেখছি
যে কালো মৃত্যু,
আলো খুঁজে মুক্ত জীবনের
সন্ধান পাওয়ার স্বপ্নে বিভোর হয়ে
দ্রুত হারিয়ে যাওয়া সময়কে
আটকে রাখার 
বৃথা চেষ্টার নামই মহামারি !
মহামারি, তোমাকে দেখেছি আজ
তাই আর মন্বন্তর দেখতে চাই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *