Spread the love

অভিমুখ
খগেন্দ্রনাথ অধিকারী
__________________
চার্বাক এঙ্গেলস মার্কস
হেগেল বেদান্ত কোরাণ
সাংখ্য ফ্যারাডে নিউটন,
সব ই নিয়েছি পড়ে,
জানিনা কোনটি ঠিক
সত্য একশ ভাগ ই,
জীবন সায়াহ্নে আজ
দিশেহারা বসে।
কেউ বলে বস্তুই ঠিক,
অক্ষয়, রূপান্তর হয়,
সৃষ্টি স্থিতি লয় নেই,
শাশ্বত ভূবনে।
আবার এ মত ও কারো ,
আত্মাই চিরন্তর,
পরমাত্মার মাঝেই সে
থাকে কালস্রোতে।
বিজ্ঞান অধ্যাত্মবিদ্যা,
অভিমুখ সবার ই এক,
ব্রহ্মাণ্ডে কেবল খোলস
বদলায় সকলে।
এখানেই ছিলাম আছি,
থাকবো ও মাটিতে এই,
তাই এই বিশ্বকে চাই
পুষ্কর রাখতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *