অভিনব লাগে বিষাদ
গোলাম রসুল
https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104 (adsbygoogle = window.adsbygoogle || []).push({});রক্তশূন্য অন্ধকার
যখন আমার গায়ের জ্বর নেমে যায় ভাঁটার মতো
চোখ বুজে আমি শুনতে থাকি রক্ত নেমে যাওয়ার শব্দ
আর অপেক্ষায় থাকি সেই সব পাপের জন্য
আমার শত দুঃখের ইতরতা
রাত্রি এখন কতটা হয়েছে যখন আমার মদের
গ্লাসের অর্ধেকটা ভেঙে গেছে
আকাশে ঘেঁষটে চলেছে শীতার্ত পাখিরা একটু আরামের জন্য
মিথ্যে দোষ চাপাবো না পড়ে যাওয়া রক্তের ওপরে
কারণ নৌকার মতো ছেঁদা করা করা আছে কোথাও আমি জানি না
ওই নিগূঢ় জল আমি বার বার সেচে ফেলে দিই সমুদ্রহীন
অভিনব লাগে বিষাদ
মৃত্যুর ভোজসভা
হাতে একটি কবর নিয়ে ফিরে যাওয়া পথিক
বৃষ্টি নামছে শীতের মেঘ থেকে অনেকটা ভুলে যাওয়া সেই কষ্ট মতো করে
মেঘ আর আমি একসঙ্গে জন্মেছিলাম
আমি পান করি
মদ আর চাঁদ শেষ হয়ে যায়
এটা ঠিক পানীয় নয় চাঁদের আলোর মতো কিছু
পান শেষে দেখি আমি সেই দিগন্ত যা কিছুই গ্রহণ করে নি
———————————–