অনুগল্প
সৎভাবে জীবনযাপন
বীরেন্দ্র নাথ মহাপাত্র
অতীতের কথা ,জমিদার রমেশ মজুমদারের জীবনটা সুখকর ছিল না ।জীবদ্দশায় দুই বোন প্রমীলা ও পার্বতীকে বিবাহ করেছিলেন। বড়বোন প্রমীলা স্বামী সুহাগিনী হয়ে ও নাচ মহলে বাঈজীর প্রতি আসক্তি,তবে ওর গর্ভে সন্তান বিনোদ হওয়ার পর পীড়নের মাত্রা বাড়তেই গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু বরণ করেন ।
পরে জমিদারের হুকুমে ছোট বোন পার্বতীকে বিয়ে করে সন্তান বিমল হওয়ার ফলে সেই নাচমহলে মাত্রা বাড়তেই পার্বতী , ওই জমিদার এক মেয়ে সুলেখার প্রলোভনে বিবাহের প্রতিশ্রুতিতে পার্বতীকে বিষ খেয়ে মরতে হয় । জমিদার দুই ছেলেকে দুই জায়গায় বড় ছেলে বিনোদকে কলকাতার বুকে মাদুর দোকান করে দেন,ছোট ছেলেকে মেদিনীপুরএ একটি ইলেকট্রনিক দোকান করে দেন ।
ওই বদমায়েশ মেয়ে সুলেখা হঠাৎ জমিদার রমেশ বাবুর ডান পা টি প্যারালাইসিস হওয়ায় লোক রেখে ওই মেদিনীপুরের এক জায়গায় নিয়ে রাখেন,এবং জমিদারের কিছু গচ্ছিত টাকা নিয়ে রেডিও ও ইলেক্ট্রনিক দোকান করে সর্বময় কত্রী হয়ে ওঠেন ।
যে কর্মী টি বিশ্বস্ত তুহিনবাবুকে অকারণে সন্দেহ বশবর্তী হয়ে ওনাকে সরিয়ে দেওয়ার ফলে ওনার পরিবার পথে এসে বসে, তাই তুহিনবাবু নিজের ভাগ্যকে একটু আলোর খুঁজে তুলে ধরার জন্য যেখানে কলকাতায় মাল গ্রস্ত করতেন ,তাদেরকে সব বলার পর ওনাদের সাহায্যে ওই সর্বময় কর্ত্রীর দোকানের কাছে টেলিভিশনের দোকান করে পরিবারকে উজ্জ্বল আলোর ভবিষ্যতের পথে নিয়ে যান ।
————————————-
[কবি বীরেন্দ্র নাথ মহাপাত্র: বীরেন্দ্র নাথ মহাপাত্র,
পিতা– স্বর্গীয় জ্ঞানেন্দ্র নাথ মহাপাত্র,
মাতা– স্বর্গীয়া ঊষা রানী মহাপাত্র,
পেশা– উচ্চতর বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক ছিলাম।
যোগ্যতা – বিএসসি(বায়ো),BA (বাংলা ), MA (বাংলা ), MA ( ইতিহাস ) বিএড,
বর্তমানে সাহিত্য চর্চা ও গান,
বর্তমানে বইয়ের সংখ্যা –১৬(উপন্যাস,কবিতা,ছড়া, প্রবন্ধ, ভৌতিক গল্প)
নিজের কথা,সুর ও কন্ঠের গান প্রায় ৫৮টি আমার you tube channel আছে ।