তোমায় ভালোবাসি…
শ্রী বিশ্বনাথ সাহা
সাত সকালে তোমার গলা
কন্ঠে মধুর সুর।
মন ভরে দেয় প্রাণ ভরে যায়
নিকট হয়ে যায় দূর।
করোনা কালে কও কথা
শুধু মোবাইলে।
ইচ্ছে করে দেখতে ভারী
তোমায় নয়ন মেলে।
হোয়াইটস অ্যাপে তো আসতে পার
দেখব দুচোখ ভরে।
বিধি নিষেধ চলছে জানি
লাগাও ত্বরা করে।
থাক দূরত্ব দৈহিক তবে
বন্ধুত্ব প্রাণ ভরে।
লকডাউনের পর শুভক্ষণ
একসাথে হাত ধরে।
ফোনে ফোনে মনে মনে
আছি পাশাপাশি।
যোজন দূরে ও থাকলে পরে
তোমায় ভালোবাসি।