Spread the love

সুব্রত মুখার্জি
ডঃ অরুণ চক্রবর্তী

***************

সুব্রত মুখোপাধ্যায়,
আশির দশকে পরিচয়!
শক্তিশালী ছাত্রনেতা, মন্ত্রী,
পরে শ্রমিক নেতা, মেয়র, আবার মন্ত্রী;
শেষ হলো, এক রঙ্গীন অধ্যায়!
জীবনকে বাজী রেখে, নিয়েছেন পাঙ্গা,
প্রিয়, সুব্রত, নুরুল, সোমেন,
রুখেছেন সিপিএম আর নকশালদের;
হানাহানি ও রাজনৈতিক, খুন, দাঙ্গা!
নিজেদের কথা না ভেবে, হাজার,
লাখো মানুষ কে নিয়ে উড়িয়েছেন,
বারে বার বিজয়ের তেরঙ্গা!
দাশমুন্সি, মিত্র, ইসলাম, মুখোপাধ্যায়!
চার মানিক্য, বাংলা স্মরণ করে, শ্রদ্ধায়!
জাতীয়তাবাদী, জনদরদী, জনসেবক,
অসময়ে, অকস্মাৎ নিলেন বিদায়!
এই দুঃসময়ে, নেতা কই? জানি না;
আবার কবে, আসবেন নিতে বাংলার;
গৌরবের আর অগ্রগতির মহাদায়!
সুব্রত নিয়েছিলেন ব্রত, জাগরণের যুব,
ছাত্র, শ্রমিকের, অধিকারের, যুক্তসত্য আপোষহীন, ছিলেন জীবনে ও কর্মে;
দেখিয়েছিলেন, পূর্ণ আস্থা, চিরদিন;
গণতন্ত্রে, স্বাধীনতা, সঙ্ঘবদ্ধ জীবনে,
ভেঙে পড়া কলকাতা পৌরসভা,
পৌরসেবা বিকিয়েছিল, দেনার দায়,
সুব্রত বাঁচালেন, দেখিয়ে, তীক্ষ্ণ বুদ্ধি,
নেতৃত্ব গুণ আর অধ্যবসায়!
আজ চিরবিদায়ের দিনে, জানাই মোরা,
স্মৃতির ফুলে, অশ্রু আকূল ভগ্ন মনে;
নমস্কারে, অমর্ত্যের যাত্রায়!

(REGISTERED UNDER COPYRIGHT ACT)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *