Spread the love

৹৹৹৹~ সঙ সার সংসার ~৹৹৹৹
          (✍️ রুদ্র প্রসাদ।)
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
সবটাই ফাঁকি    বোঝো নাকি
        দিতে হবে বলে?
একাই হাঁটে       এখন হাটে
        বেঁকে পথ যায় চলে।
ক্ষতচিহ্ন           গায়ে ভিন্ন
        যুদ্ধের ভীষণ চাপে,
যেতেই পারে      ভবপারে
        সাদর আলাপ ছাপে।

মহাকালের        ছোট খালের
        মতো যেন গতি,
যুগের আগে      যোদ্ধা জাগে
        নিঃসংশয়ে অতি।
সঠিক মানে       কেউ কি জানে
        মনের ঘরে কত,
আঘাত খর        কেমনতর
        তলোয়ার শীষ ক্ষত!

চোখে দেখা        রক্তে লেখা
        শূন্য বাদ যায় একা,
আলু-পটল        ইচ্ছে সকল
        দিতেই থাকে ঠেকা।
হ’লে পাগল       কিংবা ছাগল
        বাতিল করা হ’ত,
অভিসন্ধি           করছে ফন্দি
        গোনে প্রহর শত!

দোষী দোষে       পরের রোষে
        উপকার হয় দুষ্ট,
স্বেচ্ছাচারে         গুণ বিচারে
        আপন যাপন রুষ্ট।
স্বাধীনতা            অধীনতা
        নেশার ঘোরে তেতো,
তবু অবুঝ          ভাবে সবুজ
        হায় বাঙালি ভেতো!

অসুখে দীন        ধীর উদাসীন
        অসামাজিক নিষ্ঠ,
বাকি কিছু          আগুপিছু
        স্থিতি-ক্ষণ নয় শিষ্ট।
রহস্যময়            বোঝা বিষময়
        বিস্ময় ভুলে জব্দ,
কালো ভালো      করে আলো
        হারে মুখের শব্দ।

সয় সন্ন্যাসী        মায় বিন্যাসী
        নির্ভীক যদি হ’তে,
সংক্ষেপণে         সংগোপনে
        বাঁধন সাবেক গতে!
মালা হাতে         ডুবছে রাতে
        জপা মন্ত্রে সঙ সার,
ধারের নরক       মুক্ত সড়ক
         নামান্তরে সংসার।।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *