খুশির উৎসর্গ
************
নীল আকাশে ছড়িয়ে দিলাম
মুঠো মুঠো খুশি যত,
যে যা পারো কুড়িয়ে নিও
বাঁচিয়ে রেখো যে যার মত।
মুঠো খুশি ছুঁড়ে দিলাম
ভাসন্ত ওই মেঘের দলে,
সঞ্চারিবে বৃষ্টিকণায়
খুশির ধারায় ঝরবে বলে।
মুঠো মুঠো খুশি দিলাম
কিশলয়ের ঐ সবুজে,
সেই খুশিতেই পল্লবদল
খুশি হবে বুঝে না বুঝে।
মুঠো খুশি ছড়িয়ে দিলাম
পরিবেশের ঐ বাতাসে,
সেই খুশিটাই ঢুকবে প্রাণে,
মনের ঘরে শ্বাস প্রশ্বাসে।
মুঠো খুশি ঢুকিয়ে দিলাম
রুদ্ধমনের অন্দরেতে,
মুঠো মুঠো ছড়িয়ে দিলাম
ধরার সর্ব সুন্দরেতে।
মুঠো খুশি মিশিয়ে দিলাম
সাগর জলের ঐ লবণে,
সাগর তাহা করবে বিলি
জলজীবেরে সংগোপনে।
মুঠো খুশি বিতরিলাম
নতুন প্রজন্মেরই হাতে,
খুশির প্রাসাদ গড়বে তারাই
সামনে অদূর ভবিষ্যতে।
খুশি তাদের খুব প্রয়োজন
তারাই জাতির ভাবি চালক,
খুশির ধরা গড়বে তারাই,
তারাই দেশের দশের পালক।
*************************
লেখক পরিচিতি
সোনালী মুখোপাধ্যায়।বাড়ি হুগলী জেলার অন্তর্গত নালিকুলে। ছোটো থেকেই গান কবিতা আবৃত্তি সংস্কৃতির সাথে যুক্ত।ওনার লেখা উপন্যাস কবিতা গল্প বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়।এছাড়া সুরকার সঙ্গীত ও বাচিক শিল্পী হিসেবে কাজ করেন। ।ওনার দুটি প্রকাশিত বই “স্বপ্ন সৃষ্টি” “পরকীয়ার নেপথ্যে” ২০২০ সালে বইমেলা থেকে প্রকাশিত হয়েছিল।।