Hridoyer Frame (হৃদয়ের ফ্রেম) – Written by Tanushree Roy
শিরোনাম-হৃদয়ের ফ্রেম
কলমে -তনুশ্রী রায়
*****************
অনেক শপথ নিয়েছিলো প্রেমময় জীবন,
শৃঙ্গারের শেষে তাই করেছিলো আস্ফালন।
হায় ঈশ্বর ! স্বাদ মিটিলে শেষে
সমস্ত অঙ্গীকার নিঃশেষ অবশেষে।
ভালোবাসো তাই স্বয়ং দেবরাজকে,
সামান্য মিথ্যাও সেখানে যেনো না থাকে।
গাঢ় নিষ্ঠা পূর্ণতা থাকে সেই প্রেমে,
বাঁচিয়ে রাখো বঁধূ তা হৃদয়ের ফ্রেমে।।
।।। সমাপ্ত।।।