একা
কলমে বানীব্রত
*************
ওয়ার্ড থেকে অপারেশন থিয়েটারের সামনে
এক অবয়ব মুর্তির মতো দাঁড়িয়ে আছি।
আশে পাশে বেশ কয়েকটি চিন্তিত মুখ
তাদের চোখটাও ওই লাল আলোটার দিকে।
সামনে তখন ওয়ার্ড বয় ঠেলে নিয়ে যাচ্ছে ট্রলি
তাতে শায়িত বেদনায় ছটফট করতে থাকা এক মহিয়সী,
আমার বড় কাছের মানুষ যে সে।
এক বুক যন্ত্রণা আর কষ্টকে সাথে নি অপারেশনের জন্য,
দরজা খুলে ট্রলিটা ভেতরে ঢুকে গেলো,
অপেক্ষা অপেক্ষা শুধুই অপেক্ষা
আর একা সেখানে দাড়িয়ে থাকার অনুভুতি এক রাশ টেনশন নিয়ে।
কারো পরিবারের সংখ্যা বেড়ে যাওয়ার আনন্দ চলছে পাশে,
কোন কিছুই যেন কর্ণ গোচর হচ্ছে না।
আশেপাশের মানুষের খুশিও আমার কাছে বিশাদের সুর বয়ে আনছে।
একাকীত্ব ঘিরে ধরেছে আস্টেপৃস্টে।
চোখে মুখে আতঙ্ক আর মনে ভয়।
সহসা আতঙ্কের আগল গেলো খুলে,
অপারেশন থিয়েটারের দরজা খুলে
ডাক্তার এলেন বললেন কঠিন ছিল তবে ঠিক আছে।
শান্তি পালাম, বাড়ল উৎকন্ঠা এক বার দেখার।
আবার সেই ট্রলিতে শায়িত মহিয়সী
ব্যাথাতুর মুখে স্যালাইন হাতে বের হচ্ছে অপারেশন থিয়েটারের দরজা খুলে
এক অসহায়তা সাথে নিয়ে প্রিয়জনের কেবিনে যাওয়া লক্ষ্য করলাম,
বড় একা সেই সময়ের সরনীতে, বড্ড একা, শুধু দাঁড়িয়ে থাকা।