এক টুকরো ভূমি
রেহানা চৌধুরী
**************
ইঞ্চি-ইঞ্চি মাটি
বিন্দু-বিন্দু বালুকণা,
এক টুকরো ভুমিও
কাউকে ছাড়বো না।
আমার সোনার বাংলার
মাটি,
হীরের চেয়েও খাঁটি।
রক্তের মুল্যে কেনা,
আমার এই জন্মভূমি
কাউকেও ছাড় দিবো না।
কড়িতে নয়কো কেনা
আমাদের এই মানচিত্র,
কেড়ে নিতে পারবে না
কোন দুর্বৃত্ত।
জীবনের মুল্যে আমাদের
পবিত্র স্বাধীনতা ,
বাংলার বুকে চিরদিন
উড়বে-ই তো লাল সবুজের
এই পতাকা।
***************
https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104 (adsbygoogle = window.adsbygoogle || []).push({});