ছাদের ‘পরে
শ্রী বিশ্বনাথ সাহা
ঘুরছি আমি বাইরে বাইরে
যাই নি ছাদের প’রে।
মাসেক পরে ছাদে দেখি
ফুল যে থরে থরে।
গুচ্ছ গাঁদা, মল্লিকা, জুঁই
ফুটছে সারি-সারি।
প্যানজি, পপি, পিটুনিয়া
দিচ্ছে শোভা ভারী।
গ্ল্যাডিয়লাস ,ডালিয়া আর
চামেলী চমৎকার।
রজনীগন্ধা, গোলাপের
সুগন্ধে চারিধার।
দিনের বেলা দেখতে ভাল
রাত যে আঁধার কালো।
দিনের চেয়ে রাতে আরও
ফুটলে চাঁদের আলো।
জোছ্না রাতে মজা ভারী
দৃশ্য মনোহরা।
চাঁদের চাওয়া মুগ্ধ করে
বাতাস মাতোয়ারা।
ফুলের শোভা মনোলোভা
চাঁদনী রাতে ছাতে।
ছাদের পরে দৃশ্য দেখে
মনটি ভরে তাতে।
খাদ্য যেমন দেহের লাগি
মেটায় দেহের ক্ষুধা।
ক্ষুধা মেটায় মনের লাগি
ফুলের দৃশ্য-সুধা।https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});