রক্তদাও – মহাদেব গুড়িয়া
কবিতা:-রক্তদাওকলমে:-মহাদেব গুড়িয়া **********************‘রক্ত দাও দেবে স্বাধীনতা’তাঁরই সুখের বাণী।প্রেরনার ডাকে ভারতবাসীকেসংগ্রাম করেছেন তিনি।চির অমর তিনি বিশ্ব মাঝেএদেশের মহান নেতা,তারই বুদ্ধির প্রখরতা দেখেব্রিটিশ চেয়েছিলেন মাথা।করেছেন লড়াই তাইতো সবাইপেয়েছি স্বাধীনতা,ছেড়েছে ইংরেজ শোষন নিঃশেষমুক্ত…