“বোবা বাবা”
– অরবিন্দ সরকার
বহরমপুর, মুর্শিদাবাদ।
সংসারের বোঝা কাঁধে তিনি বাবা হন,
কখন সকাল সন্ধ্যা তিনি জানেন না!
পরিশ্রমে কুব্জ হয়ে দায় সচেতন,
আহার নিদ্রা গোপনে কথা বলা মানা।
কলুর বলদ তিনি গন্যমান্য নন,
সমাজের ক্রীতদাস রুটি আধখানা,
ঢকঢক্ শব্দে জল পেটপুরে খান,
চাহিদা জোগান দিতে শ্রম একটানা।
রোগ প্রতিরোধে তাঁর চিকিৎসা বারণ,
লতাপাতার মিশ্রনে জড়িবুটি দানা,
বাবা ডাক শোনা কভূ দেয়নি তারণ,
শ্বাস প্রশ্বাসে আশ্বাস বিধি অন্ধকানা।
স্নেহ মায়া ভালোবাসা নয় সে বাবার,
খাটতে খাটতে বুড়ো সময় কাবার।
*********************************
লেখক পরিচিতি :
অরবিন্দ সরকার, অবসরপ্রাপ্ত হাইস্কুলের শিক্ষক, বহরমপুর,মুর্শিদাবাদ।
জন্ম ০১/০৪/১৯৫৫, উচ্চবিত্ত পরিবারে, মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত ভাটরা গ্রামে। কবিতা, গল্প, ভ্রমণ কাহিনী,রম্যরচনা ও প্রবন্ধ রচনা।
প্রকাশিত বই- রাকা (সনেট)
গল্পের বই- অবসরের ডায়রি,
কবিতার বই- উড়ান
রম্যরচনার বই- রম্যরচনা সমগ্র,
সনেটের ২য় সংকলন- অরিত্র।
অ থেকে হ অক্ষর দিয়ে আদ্যক্ষর কবিতামালার স্রষ্টা কবি।