ভাঙা জীবন
*কৌশিক গাঙ্গুলী*
পালকির মতন দুলকি চালে হাঁটছি ,
অনেকটা পথ যেতে হবে কিছু স্বপ্ন নিয়ে ।
রুক্ষতা , কাঁটা আর ছুঁচালো নুড়ি – তবু হাঁটছি .
পায়ে রক্ত ঝরছে , যন্ত্রনা নিম্ন থেকে শীর্ষে দাপিয়ে বেড়াচ্ছে , কাঁপিয়ে দিচ্ছে শরীর , শরীরের নাম মহাশয় যা সওয়াবে তাই সয় , তবু সইতে চায়না প্রভু মাঝে মধ্যেই কুজ্ঝটিকা ।
পরস্পরের দিকে মুখ ভেঙচানোর মতন সমাজ , কত আপোস ও ধূর্ততা বা বোকামীতে গড়া আমার ,আমাদের জীবন , আর তাই নিয়ে কত বার ফাট্টাই ।
অনেক ঝড় ঝাপটা সামলে এই পথ চলা তাই এই হাঁটার মধ্যে লুকিয়ে থাকছে নানা চালাকি । পায়ের রক্ত মা ছাড়া কেউতো মোছাবেনা , বাবা ছাড়া কেউ দেবেনা মুখে নিঃস্বার্থের অন্ন ।
খুদে ব্যাবসায়ী অথবা গার্ড নিদেনপক্ষে কম – বেশি দামি সেলসম্যান , পোশাক ও স্টাইল , ডায়লগবাজি – তফাৎ গড়ে দেয় সামাজিক স্ট্যাটাস বৈচিত্র্যের ।
তাই পালকির মতন দুলকি চালে হাঁটছি । চলছি ,চলছি অনেকটা পথ রক্ত পায়ে ….. সামালকে , সাবধানে অনেক অনেক দূর থেকে আওয়াজ দিচ্ছে সমালোচক . মাতব্বর আর বেঁড়ে পাকারা ।