*** বাকলহীন গাছ ***
ইব্রাহিম সেখ
বাকল হীন মৃত গাছের নীচে শুয়ে আছি
মনে-মনে ভাবছি সবুজ পাতার আচ্ছাদনে-
জীর্ণ প্রাণ, অতৃপ্ত প্রেম,আশাহত স্বপ্ন
সব ফিরে পাবো এক নিমিষে।
একটু ও ছায়া নেই,যখন আকাশ দেখি
সূর্যের বেগুনি রশ্মি রেটিনা ঝলসে দেয় —
আর স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়।
রোদের কাছে ছায়া প্রার্থনা করি, কিন্তু —
শীতের চাদরের মতো জড়িয়ে নেয়
কুয়াশা কিংবা শিশিরে ভিজতে চাইলাম
তাদের দেখা নেই,কোথায় তারা?
কেবল রোদে পুড়লাম কয়লার মতো
নাক দিয়ে বেরিয়ে এল ধুপের ধোঁয়া,
কেননা হৃদয়টা ধূপের মতোই পুড়ছে।
গাছটা এখনো দাঁড়িয়ে আছে
ফুল নেই, পাতা নেই, ফল নেই–
সমস্ত কিছু নেই, নেই রোগে ধরেছে তাকে!
একটা পাখি ও এসে বসেনা,
কেউ তো ডাকেনা নিবিড় ছায়ায়
যারা নিঃসীম সিমান্তে উড়ে গেল,
আঁকাবাঁকা সারি বেঁধে নিজের ঠিকানায়।
বাকল হীন গাছের নীচে একা –
শুয়ে রবো কী অন্তিম শয্যায়!
রচনাকাল (২০শে আশ্বিন ১৪২৮ সাল)