Alakananda(অলকানন্দা) – Written by Subrata Chakraborty
শিরোনাম :-“অলকানন্দা”
কলমে :- সুব্রত চক্রবর্ত্তী
_________________________
স্রোতোস্বিনী তুমি বয়ে চল
আপন গতিতে পাহাড়ের বুকে
যেন বালিকা বধূ বিরাজ কর
সুন্দর যেথা,ধরিত্রী উদার হয়েছে।
আমি মুগ্ধ হয়ে চেয়ে রই
কত ঋষির তুমি ধুইয়ে দিয়েছ গাত্র
ওদিকে অশান্ত কল্লোলিনী
মধুর ছন্দে প্রবাহিনী।
অলকানন্দা,কত পাপ আজ চারিদিকে
পূণ্যের কলস আজ তাই শূন্য
গিরি রাজ,জটাজুট নিয়ে
দাঁড়িয়ে ঠাঁয়,হয়ত শান্তি কামনায়।
অলকানন্দা তুমি বইছ
দেবাদিদেবকে কর প্রশ্ন মুক্তি কোথায়
গঙ্গা তার জটায় বদ্ধ
সমতলে,আজ সে ময়লা কেন ?
আসমুদ্র হিমাচলে যেথা সতের নেই মূল্য
পাপ ধুয়ে মুছে পাপীরা তো আজ
সাধু সেজে,করছে কাজ জঘন্য ।
অলকানন্দা, তোমার দুপাশে তাকিয়েছ
দেখেছ কি হিংস্রতা আজ শ্রেষ্ঠ
নেই মানবতার জয়,ধর্মের নামে হানাহানি করছে
তবে থাকে না প্রকৃতি,নদী সভ্যতা;পৃথিবী শেষের পথে।
================================
লেখক পরিচিতি :
নাম: শ্রী সুব্রত চক্রবর্ত্তী, জন্ম : ২০ শে আগস্ট ১৯৭২ সাল।
কলকাতার উপকন্ঠে দমদম জংশনে জন্মগ্রহণ করি । পিতা স্বর্গীয় দেবব্রত চক্রবর্ত্তী ও মাতা ভারতীদেবী। পিতা ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মী। তিনি লেখাপড়া করেন — দমদম কুমার আশুতোষ ইনস্টিটিউশন মূল বালক বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করেন ও সুরেন্দ্র নাথ কলেজ থেকে বানিজ্য বিভাগ থেকে স্নাতক হন ও পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন । এছাড়া স্টেনো, কম্পিউটার থেকে ডিগ্রি অর্জন করেন । বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন । চরম দারিদ্র্যের কারণে এগোতে হয়ত পারেননি ,তবে ছোটো থেকে কবিতা ও লেখালেখি করে আজ কয়েকটি কবিতা বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে । এর মধ্যে উল্লেখযোগ্য হলো — “পাঠশালা,কেষ্টা,চিরবিস্ময়,মীরজাফর, আগমনী” প্রভৃতি । কাব্যপটকে উনি অন্তরের কৃতজ্ঞতা জানিয়েছেন এই জন্য যে কাব্যপট পত্রিকা উনার লেখা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে ।