আদরের নাতি
সাইবানি বর্মন
ড্যাঙোরপারা হৈচে ধনী বুড়ার নাতি
ওকিনায় হৈচে উমার বংশের বাতি!
ঝার ঝেটায় দ্যাখে নাগে ওইটায়
না পাইলে ছিল্লিয়া উটে, মাটিত গড়গড়ায়।
দ্যাওয়াত চাঁন ঘুরি ব্যাড়ায় এ্যাকেলায়
দৈনিকে দ্যাখোঙ, আইতোত নাতি ঘ্যানঘ্যানায়….
এ্যালায় বান্দি আনো ঐ– চাঁন,
হাতের মুঠিত নিয়া খ্যালের চাঙ।
মিটমিটে তারা’লা দ্যাওয়াত জ্বলে
ধরির চাঙ সেইলা মুই খাপোলে খাপোলে
কাঁইচের বয়ামোত ভরে আনি দ্যাও এলায়
বুড়া খ্যালনালা ফ্যালে দিম সগুলায়।
বুড়া, জঙ্গোলে-ঝাড়ে উকটিয়া,
জোনাকি আনিল কাঁইচের বয়ামোত ভরেয়া।
তাকে দেখি উটিল ছিল্লিয়া
ডোড্ডেসোসে কান্দে মাটিত গড়গড়েয়া।
কতায় না বুঝে, ধনী বুড়ার নাতিকোনা,
তাকে ধরি বাড়ির সগারে আনাবানা।
চাইলেই পায়, বড়ো আদরের ছাওয়া
মাইনসি তো হবারে না পাইল, হৈচে ড্যাঙোরপারা।।
—————————