Spread the love

স্বাধীনতা
কলম -রীতাবসু।
দুশো বছরের বেশি পরাধীন থেকে
মুক্ত হল ভারত ১৯৪৭ সালে ১৫ই অগসট্,
কিভাবে কেটেছে এই দুশো বছর
শুধু রক্তক্ষয়ী সংগ্রাম, হত্যা আর অত্যাচারের নৃশংসতায়,
কত লোকের ফাঁসি হল, কত মা পুএহীন হল, জালিয়ানওয়ালাবাগ আজও স্মৃতিতে জ্বলজ্বল করে, সুভাষ বোস অন্তরীণ হলেন শএুর সাথে যুদ্ধ করে, কবি লেখক তাঁদের কলমকে করলেন ক্ষুরধার, pen is mightier than sword”-এটাই বোঝালেন বারবার। “বন্দেমাতরম ” ধ্বনিতে চারদিক হল একাকার!
কত বছর কেটে গেল এভাবে বিদেশিদের অত্যাচার সহ্য করে,
কত রক্ত ঝরল দেশমাতৃকার সন্তান দের শরীর থেকে,
তবুও পেরেছি, আমরা পেরেছি বিদেশি শাসক তাড়াতে,
পেরেছি আমরা অনেক মূল্যে স্বাধীনতাফিরিয়ে আনতে।
“জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী -এই মন্ত্রই হল উচ্চারিত,
৭৫ বছরের স্বাধীনতাদিবস আসবে এবার,
তাদের কথা স্মরণ করবো যাদের জীবন হয়েছে উৎসর্গীকৃত।

সমাপ্ত


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *