পথের কুকুর
পথের কুকুর
***********
শ্যামল মন্ডল
============≠
পথের কুকুর পথেই থাকে
পথ’কে ভালোবেসে,
রাত পাহারায় থাকে ওরা
পথ-কুকুরের বেশে।
বিনিময়ে চায় না ওরা
মাসকাবারি টাকা,
উচ্ছিষ্টতে পেট ভরে আর
পথে-পথেই থাকা।
লাঠির ঘায়ে পোক্ত ওরা
শক্ত মনের জোরে,
ওদের ভয়ে থাকে দূরে
রাতের ডাকাত চোরে।
একটু খিদে নিয়ে পেটে
যেই এসেছে কাছে,
পার্লেজিতে পেট ভরে তার
লেজের ডগা নাচে।
ফ্যালফ্যালে চোখ নেই কোন রোখ
নয়নে জল তার’ই,
কেমনে সে ভাবলো আমায়
বন্ধু হতে পারি ¡
হাত বুলিয়ে দিলাম মাথায়
আদরে যায় গলে,
ফেরার পথে সঙ্গ দিয়ে
বিদায়ে যায় চলে।
পথের কুকুর পথেই থাকে
পথ’কে ভালোবেসে,
তাদের সাথে বন্ধু হলাম
বিদায় নিলাম শেষে।