ছড়া : বাঁদরের বে
কলমে : সুরজিৎ পাল
************
গাছ ভরেছে
আম পড়েছে
গাছের তলায় কে?
বাঁদর নাচে
বাঁদরী হাসে
টোপর মাথায় দিয়ে।
সবাই জোটে
খালি পেটে
উল্লুক চেঁচায় জোরে।
সোনা নাচে
কোলার গানে
ঘ্যাঙর ঘ্যাঙ সুরে।
পিঁপড়ে চলে
বড়ো দলে
খাবার খাওয়ার ছলে।
বর্ষা থামে
আসর জমে
সবাই দেখ দলে।