কবিতা:-রক্তদাও
কলমে:-মহাদেব গুড়িয়া
**********************
‘রক্ত দাও দেবে স্বাধীনতা’
তাঁরই সুখের বাণী।
প্রেরনার ডাকে ভারতবাসীকে
সংগ্রাম করেছেন তিনি।
চির অমর তিনি বিশ্ব মাঝে
এদেশের মহান নেতা,
তারই বুদ্ধির প্রখরতা দেখে
ব্রিটিশ চেয়েছিলেন মাথা।
করেছেন লড়াই তাইতো সবাই
পেয়েছি স্বাধীনতা,
ছেড়েছে ইংরেজ শোষন নিঃশেষ
মুক্ত হয়েছে ভারত মাতা।
হে নেতাজি, এখনও দেখি
অনাচার এই দেশে।
দুঃখ কষ্ট দুর্দ্দশা নিপীড়ন
বাঙালীর ভাগ্যাকালে।
শাসক শোষিত প্রজা সম্পদ
দেখি শাস্ত্রদায়িক বিষখানি।
জীবে নাই প্রেম ক্ষীন দেশ প্রেম
শুধু দলাদলি হানাহানি।
জ্ঞাতি বিদ্বেষ সম্প্রতি নিঃশেষ
ভরে মিথ্যা কপটতা।
তব আগমনে বিনায়ে দুর্জনে
পুনা জাগাও ভারতমাতা।
**********************