🙏হ্নদয়ে নজরুল তুমি 🙏
✍️ শংকর দাস ✍️
হ্নদয়ে নজরুল তুমি, তোমাকে চিনতে করিনি ভুল,
তুমি থাকলে সমাজে আবার নতুন করে ফুটতো ফুল৷
আজ পথে ঘাটে নবীণেরা নেশায় হচ্ছে প্রতিনিয়ত জর্জরিত,
তুমি নেই প্রতিবাদ করবে কে, তাই হ্নদয়ে আজ ক্ষত৷
তোমার কলমে জ্বলতো আগুন, তাইতো তুমি বিদ্রোহী,
তুমি নেই, তাই কে করবে সমাজ সংস্কার কেউ নেইতো আগ্রহী৷
তুমি নেই সমাজে তাই নারীরা হচ্ছে পদে-পদে লাঞ্ছিত,
সমাজ সংস্কারের নামে সমাজপতিরা আশার নৌকা ডুবাচ্ছে প্রতিনিয়ত৷
কবে আবার তোমার মত ঘরে ঘরে নজরুল জন্ম হবে,
আবার নতুন করে বলো সমাজ সংস্কার কখন হবে, কবে?
বেঁচে থেকেও মনে হয় পদে-পদে বিপদ, কে বলবে প্রতিবাদী কথা?
কেউ প্রতিবাদ করলে সমাজপতিদের বাড়ে মাথা ব্যাথা৷
তুমি আবার কবে আসবে, প্রতিটি সমাজের ঘরে-ঘরে?
কখন আবার নতুন করে সমাজ পাবে আলো, জীবনের তরে?
নজরুল তুমি আবার আস ফিরে এই সোনার বাংলায়,
তুমি ছাড়া সমাজপতিদের মাথা নোয়াবে কে এই ধরায়?