Spread the love

এ কেমন সভ্যতা
✍️অরুন ঘোষ✍️

***************
এ কেমন সভ্যতারে ভাই, এ কেমন সভ্যতা।
চারিদিকে শুধুই দেখি মানুষ মারার ফাঁদ পাতা।
সভ্য সমাজ কারে বলে বলতে আমায় পার।
বুড়ো মা বাপ রাস্তায় থাকে, ছেলেপিলে অট্টালিকায় দিব্যি আছে
এ কেমন সভ্যতারে ভাই এ কেমন সভ্যতা।
একদল দুহাত ভরে টাকা কামায়, আর একদল ভিখ মেগে খায়
জ্ঞান বিজ্ঞানে কি বা কাজ যদি মানবের কল্যাণ না হয়।
এ কেমন সভ্যতারে ভাই, এ কেমন সভ্যতা।
হেতায় বিবেক ভোঁথা, হৃদয় শুকনো, মনুষ্যত্ব মৃত।
তাতেই তোমরা বলতে চাও সভ্যতা কত উন্নত।
ঐ ভেসে আসে অট্টহাসি সুদূর অতীত থেকে
বানচারী ল্যাংটরা সব বলছে কি কান পেতে শোন
মোরা অ-সভ্য ছিলাম বটে।
তা বলে ছিলাম না তোমাদের মতো কপট আর ভন্ড।

0 thoughts on “এ কেমন সভ্যতা – অরুন ঘোষ”
  1. এ কেমন সভ্যতা — কবিতায় কবি অরুন ঘোষ ফুটিয়েছেন আমাদের অতীত চেতনার সাথে ক্ষোভ মিশ্রিত অনুভূতি, কবিকে ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *