Spread the love
বিষয় ঃ কাজী নজরুল ইসলাম
বিভাগ ঃ কবিতা
শিরোনামঃ হৃদ মাঝারে
লেখনিতে ঃ কলম শ্রমিক (কনককান্তি মজুমদার) 
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
এই বাংলার দামাল ছেলে
গ্রাম্য বাতাসে বেড়ে ওঠা
অতি সাধারণ এক
গ্রাম্য বালক দুখু মিয়া ;
দারিদ্রতার সাথে যুঝে
ছোটবেলা থেকে
জীবনের পথে অনেক চড়াই উৎরাই
অনটন-অভিমান-অপমানে
হয়েছে বিদ্ধস্ত
পুড়ে পুড়ে খাঁটি সোনা
আমারা পেয়েছি এক
অবিশ্বাস্য প্রাণবন্ত নজরুল ।
লোকে বলে তুমি বিদ্রোহী কবি
সেটা সবটুকু নয়
তারচেয়েও বেশী প্রেমিক গীতিকবি
গীতিকার নজরুল ;
তোমার বিরহ-বিধুর হাতখানি ধরি
বাংলা গজল পেয়েছে সুর
বিরহের গান পেয়েছে যে প্রাণ
ভরা তাই সম্পান ;
আজও আকাশে বাতাসে 
ফিরে দেশে দেশে 
মাতে বাঙালি সুরের আবেসে
তুমি আছো চিরঘুমে ;
দিন অবসানে হয়নিকো তারা দীন
তুমি যে রয়েছ সুরের পরসে
সুরভরা এই বাংলা বাতাসে
আমাদের প্রাণের নজরুল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *