শিরোনাম :- বন্ধু
কলমে :- শুভ্রব্রত রায়
বন্ধু মানেই নীল আকাশে
হঠাৎ করেই যাওয়া,
বন্ধু মানেই মিষ্টি মনের
কাউকে খুঁজে পাওয়া।
বন্ধু মানেই দূর থেকে
আসা কাছাকাছি,
এই কথাটাই জানিয়ে দেওয়া
বন্ধু আমি আছি।
বন্ধু আমরা সবাই ছিলাম,
সারা জীবন থাকবো
মনের মাঝে থাকবো সদাই
একসাথেতেই বাঁচবো।
বন্ধু মানে ভালোবাসা
বলব কত আর;
সুখে থেকো, ভালো থেকো
বন্ধু গো আমার।
_____________________
taking viagra and cialis together reddit 2 months with the combination HR 0