আঞ্চলিক কবিতা : হাউস
*সাইবানি বর্মন*
টুক টুক করি ঝকন এ্যকেলায় থাকোঙ
কাজ ওটে না হাতে,
হাউসে হাউসে দৌড়ি যাঙ
পাহাড়ের চূড়া ছুঁইতে।
টুক টুক করি ঝকন এ্যকেলায় থাকোঙ
ঠোঁটোত মুচুত মাচাত হাসি,
শক্ত পাহাড় আগবাড়ে কয়
কবিতা ন্যাকেক বসি।
পাকেনা মেলি উড়াঙ একদিন
বৈসঙ পাহাড়ের চূড়াত,
নীলুয়া-দ্যাওয়াখ্যান হেঁচকে টানি
নামের চাঙ বসুন্ধরাত।
ধিন্দি ধিন্দি পাহাড়ত উকটাইম
ঝর্না এ্যামন এ্যাকান,
চ্যারকা মারি জল ছিটিয়া
দ্যাওয়াত তুলবে বান।
মনোস্ত করোঙ পাহাড়ি ঢালোত
করিম জুম চাষ,
মালতী ফুলের বাগান নাগেয়া
অঙিন করিম সাঁঝ।
নাম পোশাক বদলে ফ্যালে
হইম পাহাড়ি কৈনা,
গোটায় পাহাড় চসি ব্যাড়েয়া
হইম ক্যালকেলি ঝর্না।
——————-