শিক্ষকতা
********
বিশ্বনাথ সাহা
*************
শিক্ষকতা সহজ পেশা
ভাবছ বসে একা।
চাকরি ভাল না হলে আর
জুটিয়ে নেবে তা।
সহজ যেটা ভাবছ মনে
কঠিন সেটাই করা।
জোর করে তা ধরলে পরে
যায় না মোটেই ধরা।
বনের পাখি ছাড়ায় থাকে
আকাশ পথে ওড়ে।
বাঁধন দিয়ে রাখলে তারে
যাবে বহু দূরে।
সাধন দিয়ে বাসলে ভাল
আসবে তোমার কাছে।
হৃদয় থেকে খাবার যোগাও
যায় পালিয়ে পাছে।
শৈশবেতেই মনের মাঝে
ইচ্ছে স্বতঃস্ফুর্ত।
সাধন তারই সারা জীবন
ছাত্রজীবন মূর্ত।
শিখতে হলে , জানতে হলে
পড়তে হবে বই ঢ়ের।
অধিক শিক্ষা, অধিক জ্ঞান লাভ
সাথ হলে শিক্ষকের।
সঠিক শিক্ষা সঠিক জ্ঞান
দানে তাঁর আচরণ।
চলা বলা বাচনভঙ্গি
সজ্ঞ লাভে আসে।
ছাত্রসমাজ জীবন শৈলী
লভে অনায়াসে।
শিক্ষকতা মহান ব্রত
পালনেই বাড়ে মান।
সকল পেশার-ই মানব মন
দেন সমাজে সম্মান।
*******