গানঃ- দুয়ারে নাচে বৈশাখী
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ওয়াহিদা খাতুন
ঝরাপাতার নূপুর পরে,
বুনো মেঘের ছাতা ধরে,
উঁকি মারে কালবৈশাখী!
ঘূর্ণিঝড়ের ওড়না দিয়ে,
ফলের ঝুড়ি মাথায় নিয়ে,
দুয়ারে নাচে বৈশাখী!!
কচিপাতায় করতালি ;
বাগানভরা ফলের ডালি,
গাছে গাছে নাচে পাখি!
আকাশ জুড়ে ঘনঘটা ;
থেকে থেকে বিজলী চ্ছটা,
দুয়ারে নাচে বৈশাখী!!
মুখে মুখে একটি কথা;
হালখাতা আজ হালখাতা,
ঘরে বসে কাটাবে কী?
লুচি,পায়েস,আলুর দম,
মনটা করে উচাটন ;
বলছে দুলে শাখাশাখী
দুয়ারে নাচে বৈশাখী!!
*****************×*