Spread the love

গভীর ভালোবাসা
কলমে রূপা দত্ত চৌধুরী

রুমা বৌদি আজ রাত্রে মারা গেল। গত তিনদিন ধরে অসহ্য যন্ত্রণা সহ্য করে আজ রাতে পরাজয় বরণ করে নিতে বাধ্য হলো রামাপদ ঘোষের ছোট ছেলের সঙ্গে গত চার বছর প্রেম করে বিয়ে হয়েছে মাস ছয় হল। এর মধ্যেই সব শেষ অনেক স্বপ্ন নিয়ে রক্তিম আলোয় নিজেকে মেলে ধরেছিল স্বপ্ন দেখেছিল ঘর বাঁধার স্বামীর আদরের বউ হওয়া। কিন্তু সব উলটপালট হয়ে গেল কারণ রুমা বৌদির বাবা মা খুবই গরীব তারা মেয়ের বিয়েতে বিরাট যৌতুক দিতে পারেনি আর তাই নিয়ে যত কটুক কথা শুনতে হতো তাকে।আস্তে আস্তে করে ঝামেলা বেড়েই চলেছিল জানা যায় তিন দিন আগে চূড়ান্ত অশান্তির মধ্যে তার স্বামী শ্বশুর মিলে রুমাবৌদিকে কেরাসিন ঢেলে আগুন দিয়ে দেয়।অসহ্য যন্ত্রণা সহ্য করে রুমাবৌদি মুখ বুজে পড়েছিল পুলিশের বার বার যেরাতেও মুখ খোলেনি, নিজে শেষ হয়ে গিয়ে তার ভালোবাসার মানুষটাকে বাঁচিয়ে দিয়ে গেছিল।মেয়েরা বোধহয় এরকমই হয় যাকে ভালবাসে তাকে তার সবটুকু দিয়েই ভালোবাসে। তাই কথিত আছে নারীর চরিত্র কেউ জানে না দেবতারাও না।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *