একটু নীল আলোর জন্য।
দীপায়ন গাঙ্গুলী।
তখনও ছেলেটা বেঁচেছিল,
শুকনো পান্ডুর মুখখানিতে মাঝে মাঝেই ভেসে উঠত আশার আলো।
বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই, আশা নেই বেঁচে ওঠারও,
সে জানত।
বিছানার সোজা একটা জানালায় নীল কাঁচ লাগানো,
পড়ন্ত সূর্যের আলোর জন্য অপেক্ষা করত সে।
নীল কাঁচের ভিতর দিয়ে সূর্যের আলোটা পড়ত
তার দেহে।
বিছানায় শুয়ে ছেলেটা হাসত,
খুব খুশীতে।
ছেলেটা তখনও বেঁচেছিল,
কর্কট রোগের বীজ দেহের সর্বত্র ক্রমশ ছড়িয়ে গেছে।
যন্ত্রণায় কুঁকড়ে আসা দেহটা মাঝে মাঝে কেঁপে উঠত,
হয়তো বলতে চাইতো,
আমি কি আর বেঁচে উঠব?
তোমরা কি আমাকে
বাঁচাতে পারো?
ঐ জানালা দিয়ে আসা
নীল আলোটুকুর জন্য।
একটা মেঘলা দিনে ঐ নীল আলোটুকু আর
জানালা দিয়ে এলো না,
ছেলেটা কিন্তু সেটা আর দেখেনি,
কারন সে তখন অনেক দূরে,
অনন্তের হাতছানিতে সাড়া দিয়েছে।
********************************