🏄♂️স্বাধীনতার ছোঁয়া🏄♂️
✍️জাহাঙ্গীর দেওয়ান✍️
পরাধীনতার শিকল ছিঁড়েই
স্বাধীন ভাবেই থাকতে চাই।
স্বাধীনতার তে’রাঙা আবির
আমরা সকলে মাখতে চাই।
পেট পুরে-ই না ই বা খেলাম,
ভাগ-যোগ করে চাখতে চাই।
আর কতটা পরাধীন আমরা
ছাঁকনি জালেই ছাঁকতে চাই।
স্বদেশ ভাগের কালিমা গ্লানি
সবই মুছে দিয়ে ঢাকতে চাই।
ক্ষেপণাস্ত্র হাইড্রোজেন বোমা
শত্রুদের ঘাড়েই রাখতে চাই।
স্বার্বভৌমত্বে-ই স্বদেশ ভুমির
এক স্বতন্ত্রছবি আকঁতে চাই।
কাশ্মীর থেকেই কণ্যাকূমারি
স্বদেশ ভূমিকেই ডাকতে চাই
আসমূদ্র থেকে হিমাচলগামি
গরমের দিনেও কাঁপতে চাই।
থর মরুভূমিও রাঢ় অঞ্চলের
দূ্ঃখ-দূর্দশাকেও মাপতে চাই।