Skip to content
খেয়ালী
কলমে-বিশ্বজিত মুখার্জ্জী
পথিক তুমি জীবন পথে
সামলে টেনো দাঁড়,
ঝালিয়ে নিয়ো জীবনপাঠ
খেয়ালী এ সংসার।
দিবারাত্রি সং-ই সার
ঘোরা ক্রমান্বয়ে,
বর্তমানে জীবন তরী
আপসে আছে ভয়ে।
জীবন চলে টেনেহিঁচড়ে
কাঁনামাছির খেলা,
কালচক্রে হাজির যত
নানাবিধ ঝামেলা!
সত্য ঢাকি চালাকি দিয়ে
পাথর চাপা বুকে,
ছবি আঁকি হৃদ ক্যানভাসে
হাজার সুখে-দুখে।
সুখ-দুখের মর্মে বুঝি
নানা রকম রং-
ভবের হাটে নাটক করি
দিচ্ছি মোরা সং।
পথিক যে আজ মাঝি সেজে
কব্জা করে দাঁড়,
তলানিতে জীবনপাঠ
নড়বড়ে সংসার।