ধর্ষিতা মা…….
———-আনারুল হক
রক্তাক্ত মায়ের যোনিদ্বার, ক্ষত-বিক্ষত স্তন
তবু জিভকাটা মায়ের স্তন ছুঁয়ে ছোট্ট শিশু এখনো বলতে চায়,
“মা ঘুমাইছিস ক্যানে? আমার দুধ দে,
মা ক্যানে উঠতেছিস না?”
পিরপাঞ্চাল হ’তে কন্যাকুমারিকা,
কচ্ছ থেকে নামচাবারওয়া মা তোকে অনেক দেখেছি।
মা তোর শরীর এখন কাঠির কঙ্কাল না প্রেতচ্ছায়া?
তোর স্তন খুবলে খাচ্ছে শয়তানের বাচ্চারা
তোর দুধ পান করে না ওই পিশাচেরা,
শুধু শুধু ওরা…….. বলতেও গা ঘিন ঘিন করে।
তোর ছেলে নেতাজী থেকে মহাত্মা গান্ধী,
নজরুল থেকে রবীন্দ্রনাথ, জহরলাল থেকে কালাম
সবাই তোর দুধে পুষ্ট, তবু তবুও দেখ হায়েনাদের লোলুপতা !
তুই তো জাগ্রত দেবী মহামায়া, অসূরমর্দিনী দুর্গা, শত আজানের
ধ্বনি ভাসে তোর মুখে, বুকে, তবে কেন এত অসহায়?
—–মা তুই এখন ধর্ষিতা,
তবু আমরা যে দুগ্ধপোষ্য—–
মা তোর আজ থেকে শুরু করতে হবে স্বাধীন ভারতের সূচনা
দ’লে দিতে হবে নমরুদ-ফ্রাউনের যাতনা।
আবারও আমরা দুগ্ধ খাবো, তবে ওই পিশাচদের মতো নয়,
গলাগলি ক’রে থাকবো আমরা যে সবাই ভাই ভাই ।।
**********************************