০স্মারক সংখ্যা০
()
★খুঁজে বেড়াই★
কলমে:– কৃষ্ণপদ ঘোষ।
★★★★★
অপুর সংসার শূন্য ক’রে
অতল জলের আহ্বানে,
শেষ প্রহরে তিন ভুবনের পারে
তুমি চললে অভিযানে।
হঠাৎ দেখা দিল অসুখ
অশনি সংকেত,
সাঁঝ বাতিতে ক্রান্তিকাল
গণশত্রু অভিপ্রেত।
ছায়া ছবি হারালো লাঠি
শেষ অবলম্বন,
শূন্য অঙ্কের হিসাবে দ্বন্দ্ব
আতঙ্কিত মন।
শেষের গল্প সাঙ্গ করে
নদী থেকে সাগরে,
হারিয়ে গেলে ফেলু নাথ
কাঁচ কাটা হীরে।
ঘরে বাইরে খুঁজে বেড়াই
খুঁজি হাটে বাজারে,
চেনা অচেনার ভিড়ে খুঁজে
পেলাম হৃদয় মাঝারে।
পুনশ্চঃ,
মানব হৃদয় করে জয়
নিলে সেথায় স্থান,
তোমার গলে করি সবাই
শ্রদ্ধা-মাল্যদান।
–––––––