কবিতা : অপুর ছবি
কলমে কবি : মনীষা বন্দ্যোপাধ্যায়
**************************
দীপাবলি আলো ম্লান হয়ে এলো
পুলুর বিসর্জনে
তিন ভুবনের পারে চলে গেছে
নিয়তির আয়োজনে।
অপুর ছবি মনে ধরে রাখে
আপামর বাঙালি
হয়নি তো শেষ তোমার স্মৃতি
ছায়াছবির ডালি।
কাব্য নাটক সিনেমা সবে
একাত্ম ছিলে তুমি
তোমার সাথে একাকার ছিল
আমার বঙ্গভূমি
তোমারে স্মরিওগো শিল্পী
গভীর মনস্তাপে
তুমি মিশে রবে চিরকাল
বাঙালির সংলাপে।