Spread the love
Poem: Kichuta Bhrom (কিছুটা ভ্রম) ************************** চারিদিকে আমি চেয়ে থাকি হঠাৎ করে উঁকি দেয় জোনাকি হয়তো সে আজ ঘর ছাড়া একলা থাকে, একলা জাগে শরীর আছে, তাতে প্রাণ নেই কোনো এক রাতে, তা উড়ে গেছে | জোনাকির আলোয় পূর্ণিমা খুঁজি একলা ঘরে, একলা আমি | রাত বেড়ে যায়, গোপন ইশারায় করুণ সুর বাজে, মেঘেদের পাড়ায় মৌটুসী পাখিটা, ডেকে ডেকে ক্লান্ত এখন গভীর রাতে, বইয়ের ভাঁজে, নায়ক-নায়িকার মিলন | হাত থেকে পড়ে যাওয়া, কলমটার প্রলাপ জলের বোতলের সাথে ঠোঁটের আলাপ | মনে পড়ে যায়, সেই দিনটা- যেদিন ছিল শুধুই নিঃস্তব্ধতা, আর ছিলাম আমি আর সে | তার প্রতিটি ছোঁয়ায় ছিল চাপা কান্নার সাথে বেদনা, বলতে চেয়েছিল অনেক কথা, পেল না, সুযোগ সে; হারিয়ে গেল, ঘুমের ঘোরে, অজানা দেশে |

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *