ও আমার দেশের মাটি
মুস্তারী বেগম
১৫/৮/২০
তোমাকে চুমেছি ঘুমে
রেখেছি স্থির যামিনী ধামে
ধরেছি বুকে
ঘ্রাণের সুখে
ও আমার দেশের মাটি
সোনার চেয়ে বেশি খাঁটি
পরশপাথর
আমার আদর
নামাজপাটির শিতলতা
ভোর আযানের নিরবতা
ধুকেছি বুকে
আবাল সুখে
ও আমার দেশের মাটি
বড্ড নিখুত পরিপাটি
রাখিস ধরে
চিরতরে
ফেলিস না মা দূরে ঠেলে
সংখ্যালঘু সৎ পো বলে
রক্ত নে তুই
ভক্তে দি ছুঁই
নিঃশ্বাসে মা বাঁধন রে তোর
আমার বর্ণ আমার আখর
ভাবনা গাঁথা
ছড়িয়ে মিতা
আকাশ বাতাস ভালোবাসায়
চাঁদ তারাতে তোর ই আশায়
ফুলের সাথে
পরাগ মাতে
ঐতিহ্য আর কৃষ্টি নিয়ে
তোর অপলক সৃষ্টি নিয়ে
যুদ্ধে তুই আজ
বুদ্ধের ই সাজ
তাড়াস নে মা অভাগাকে
গেয়েছে সে সব বোশেখে
কার্তিকে সে
ধুনচি বেশে
ভাইয়ের সাথে পা ফেলেছে
সম্প্রীতি সুখ জল গড়েছে
রেখে দে মা
বাহু নে মা
ছাই ভস্ম বড্ড ওড়ে
দিগন্ত যে ঝাপসা ওরে
বইয়ের পাতা
ঝরায় ব্যথা
ও আমার দেশের মাটি
খুন হলেও রক্ত খাঁটি
অর্ঘ দেবো
প্রাণ বিলাবো
তোর বুকেতেই বিলিন হবো
দুচোখ বুজে স্বদেশ রবো।