তোমার চোখে–মুখে দেখেছি আমি
সেই প্রতিবাদের ছাপ অনবরত কথা বলে,
তোমার রক্তে দেখেছি আমি সেই
আগুন শিখার ন্যায় দীপ্ত প্রতীক ফুটে ওঠে।
তোমার হাসিতে দেখেছি আমি সেই
শিশুভাষী মিত্রতার বাস্তব একাগ্রতা,
তোমার হৃদয় জুড়ে দেখেছি আমি কেবল
বিদ্বেষ ভেঙে কাছে টেনে নেওয়ার আকাঙ্খা।
তোমার পরিচয়ে খুঁজেছি আমি এক
সত্য ন্যায়ের পক্ষে সওয়াল হওয়ার দিশা,
তোমার মিলনে খুঁজেছি আমি সেই
সুর বাঁধার, হাতে হাত রেখে চলার আবশ্যকতা।
—————