শব্দ বাজি
শ্যামল মন্ডল
ফুটছে বাজি
উড়ছে ধোঁয়া
শব্দ বাজে
গগণ ছোঁয়া ,
পটকা বাজি
ঝলসে আলোয়
দ্বীপের আলো
ঢাকছে কালোয় ।
বস্তী ঘরে
স্বস্তি উড়ে
কোন্ বাজিতে
কোনটি পুড়ে ,
দালান বাড়ি
আলোর ভেলায়
জ্বলছে তারা
ঝলক মালায় ,
শহর জুড়ে
পয়সা উড়ে
দীন ভিখাড়ী
বেড়ায় ঘুরে ,
চলছে মেলা
বটের তলায়
চড়ছে শিশু
নাগরদোলায় ।
ভীড়ের হাটে
বোমা ফাটে
ভাঙছে মেলা
উঠছে লাটে ।
অক্সিজেনও
নাভীশ্বাসে
ভীষণ শ্বাসে
বৃদ্ধ কাশে।
শান্ত Covid
ক্লান্তি ছেড়ে
মারণ খেলায়
মাতছে তেড়ে।
সবল যারা
বাঁচছে তাঁরা
দুর্বলেরা
পরছে মারা।
সময় যে ভাই
খুব বেশি নাই
থাকতে সময়
সতর্ক চাই।
বলব আজ’ই
আতস বাজি
বাতাস দূষক
শব্দ পাজি।