কবিতা : ছেঁড়া পাতার কবিতা
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
মনোরঞ্জন আচার্য্য
🌱🌱🌱🌱🌱🌱
রাত্রি যখন গভীর হয়
হাতে কলম ধরি,
কতো পাতা ছিঁড়ে ফেলি
কাঁদে হৃদয় মঞ্জুরি।
হাতে কলম ধরি,
কতো পাতা ছিঁড়ে ফেলি
কাঁদে হৃদয় মঞ্জুরি।
যতই লিখি তবু মনে হয়
হয়নি ঠিক লেখা,
দাঁড়িয়ে দূরে কবিতা হাসে
ঘুরতে থাকে পাখা।
হয়নি ঠিক লেখা,
দাঁড়িয়ে দূরে কবিতা হাসে
ঘুরতে থাকে পাখা।
রাতজাগা পাখিরা ডাকে
স্তম্ভিত ফিরে পাই,
নিঃস্তব্ধ রাত্রি আমি একা
তুমি কাছে নাই।
স্তম্ভিত ফিরে পাই,
নিঃস্তব্ধ রাত্রি আমি একা
তুমি কাছে নাই।
এলোমেলো মন কি জানি
কি কথা বলতে চায়,
কাঁপে হাত খানি, জানি ওগো
তুমি ভালোবাসো আমায়।
কি কথা বলতে চায়,
কাঁপে হাত খানি, জানি ওগো
তুমি ভালোবাসো আমায়।
সেই ভালোবাসা অন্তরের ঘরে
একলা গুমরে মরে,
তবুও মুখে সদাই রাখি হাসি
এই সংসার মন্দিরে।
একলা গুমরে মরে,
তবুও মুখে সদাই রাখি হাসি
এই সংসার মন্দিরে।
কলকাতা দমদম।