দ্বীপ্তেন্দু ভট্টাচার্য্য
🌱🌱🌱🌱🌱
কথা
🌱🌱🌱কত কথাই আসে মনে,
হাওয়ায় উড়ে যায়।
উড়ে আসা কত কথা,
মনেই রয়ে যায়।
কথায় কথায় খুসির খবর,
মন ভরিয়ে দেয়।
কখন আবার টুকরো কথা,
দুঃখী করে হায়।
কথার মাঝেই মনের মাঝে,
ভাবের উদয় হয়।
মনের মত কথায় এ-মন,
মন বিকিয়ে দেয়।
কথায় কথায় সকাল থেকে,
রাত্রি হয়ে যায়।
অচিন মানুষ কথায় কথায়,
আপন হয়ে যায়।
কথায় কথায় স্মৃতিরা সব,
মনের কোনে হায়;
সময় জ্ঞান সব হারায়ে,
হঠাৎ উদয় হয়।
এমনি তর কথার মাঝে,
কতই দূঃখ হায়।
মনের মাঝে জায়গা খুঁজে,
অস্ফুটে রয়ে যায়।।
হাওয়ায় উড়ে যায়।
উড়ে আসা কত কথা,
মনেই রয়ে যায়।
কথায় কথায় খুসির খবর,
মন ভরিয়ে দেয়।
কখন আবার টুকরো কথা,
দুঃখী করে হায়।
কথার মাঝেই মনের মাঝে,
ভাবের উদয় হয়।
মনের মত কথায় এ-মন,
মন বিকিয়ে দেয়।
কথায় কথায় সকাল থেকে,
রাত্রি হয়ে যায়।
অচিন মানুষ কথায় কথায়,
আপন হয়ে যায়।
কথায় কথায় স্মৃতিরা সব,
মনের কোনে হায়;
সময় জ্ঞান সব হারায়ে,
হঠাৎ উদয় হয়।
এমনি তর কথার মাঝে,
কতই দূঃখ হায়।
মনের মাঝে জায়গা খুঁজে,
অস্ফুটে রয়ে যায়।।