বাঁচার অধিকার
🌱🌱🌱🌱🌱বাবলু সরকার
🌱 🌱 🌱 🌱 ই-মাটিটো হামার কাছে মা আছে বটে।
শুন লগেন, কিচ্ছু করবেক লাই–
হামরা ছোট লোগ আছে।
হামরা লিখাপড়া শিখিনাই;
হামাদের কুছু পাওয়ার অধিকার লাই।
বাবুরা বুললে হামাদের শুনতে হোবে,
মগর শুনবো কেনে, ভোট দিবেক লাই।
ফি বছর উ-বাবুটো হামাদের ঠকাইনছে
বলছে রাস্তা হোবেক, জল দিবেক, শিক্ষা হোবেক
মগর কুছু দেয় নাই, হামাদের কুছু হোবেক লাই
এ-বছর হেই হেই বাবুটো বুলছে–
হামাদের সব দিবেক, কি দিবেক?
বাঁচার অধিকার? কেমন করে?
মুখে সব লেতা বড়-বড় বাত বোলে,
সময় চলে গেলে, সব কুছু ভোলে।
হামাদের জন্য কুছু লাই দুনিয়ায়।
কে দিবেক বাঁচার অধিকার?
ই-ভাবেই চলে যাবেক দিন।
শুন লগেন, কিচ্ছু করবেক লাই–
হামরা ছোট লোগ আছে।
হামরা লিখাপড়া শিখিনাই;
হামাদের কুছু পাওয়ার অধিকার লাই।
বাবুরা বুললে হামাদের শুনতে হোবে,
মগর শুনবো কেনে, ভোট দিবেক লাই।
ফি বছর উ-বাবুটো হামাদের ঠকাইনছে
বলছে রাস্তা হোবেক, জল দিবেক, শিক্ষা হোবেক
মগর কুছু দেয় নাই, হামাদের কুছু হোবেক লাই
এ-বছর হেই হেই বাবুটো বুলছে–
হামাদের সব দিবেক, কি দিবেক?
বাঁচার অধিকার? কেমন করে?
মুখে সব লেতা বড়-বড় বাত বোলে,
সময় চলে গেলে, সব কুছু ভোলে।
হামাদের জন্য কুছু লাই দুনিয়ায়।
কে দিবেক বাঁচার অধিকার?
ই-ভাবেই চলে যাবেক দিন।