দু:খ যান
মিঠুন পাল
🌱 🌱 🌱 🌱 🌱
যেদিন তোমার শহর থেকে ফিরে এলাম শূন্য হাতে,
আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট কিছুতেই
থামাতে পারছিল না হৃদয় গ্রন্থির তীব্র দহন।
আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট কিছুতেই
থামাতে পারছিল না হৃদয় গ্রন্থির তীব্র দহন।
আনমনা বেসামাল আমি ফিরতি বাসের সামনে দাঁড়িয়ে, ধোঁয়ায় আচ্ছন্ন করছিলাম সমস্ত ভুবন। বাসের কন্ডাকটর মামা তাগাদা দিচ্ছিলেন উঠতে,
আমার যেন শেষই হচ্ছিল না যন্ত্র ধোঁয়া।
আমার যেন শেষই হচ্ছিল না যন্ত্র ধোঁয়া।
কি অদৃষ্ট দেখো! তিনি কিনা কি বুঝেই চেয়ে বসলেন,
সেই আধা শেষ করা দুঃখ যান।
সেই আধা শেষ করা দুঃখ যান।
তুমিতো জান, বেশ ভাল করেই, আমি ফেরাতে পারিনা, কাউকে না,কখনো না। টালমাটাল এই আমি যে তৃপ্তি দেখেছিলাম তার চোখে, দুঃখ যান নিয়ে অবগাহন করতে,
তা এড়ায়নি কোনমতেই।
তা এড়ায়নি কোনমতেই।
সন্ধ্যা ঘনিয়ে এসেছিল সেদিনের শেষেও
শুধু একটু বেশিই গাঢ় আর নিস্তব্ধতা সঙ্গী করে।
মেঘলা এই আকাশ নিয়ে যেই নামতে গেছি
ওমনি মামা হাসি মুখে হাত খানা চেপে ধরে
মুঠো ভরে তুলে দিলেন তার কৃতজ্ঞতা মাখা
‘ভালো থাকার’ বার্তা সেই শূন্য হাতে!
শুধু একটু বেশিই গাঢ় আর নিস্তব্ধতা সঙ্গী করে।
মেঘলা এই আকাশ নিয়ে যেই নামতে গেছি
ওমনি মামা হাসি মুখে হাত খানা চেপে ধরে
মুঠো ভরে তুলে দিলেন তার কৃতজ্ঞতা মাখা
‘ভালো থাকার’ বার্তা সেই শূন্য হাতে!